নাগেশ্বরীতে নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালেরঘাটের পূর্ব তীরে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙ্গন। কয়েকদিনের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে শতশত একর ফসলী জমি ও বসতভিটা। ভাঙ্গনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙ্গন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে নদী তীরে দাঁড়িয়ে বেলা ১১টায় মানববন্ধন করেছেন বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের কয়েকশ মানুষ।
এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মৌলভী মাজহারুল ইসলামসহ অনেকে



























