শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১১:২৩, ২৮ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ছেলের পর বাবার মৃত্যু, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ছেলের পর বাবার মৃত্যু, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম হাসান গাজী। তিনি আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত রোববার মারা যান হাসানের ছেলে রাইয়ান এবং সোমবার প্রাণ হারান শাশুড়ি। এ নিয়ে একই পরিবারের মোট তিনজনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা তানজিল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসানের স্ত্রী আসমা ও মেয়ে জান্নাতকে ভোরে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। এছাড়া হাসানের আরও এক মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, তিনিও আশঙ্কাজনক অবস্থায় আছেন।

বিস্ফোরণে তানজিল হোসেনের স্ত্রী ও দুই সন্তানও দগ্ধ হন। তবে তাদের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি কক্ষে থাকা নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হন।