ভিডিও ধারণ করে ব্লাকমেইল
থানার ব্যারাকে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে একই থানায় কর্মরত কনস্টেবল সাফিউর রহমানের বিরুদ্ধে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ব্যারাকে ঢুকে প্রথমে তাকে ধর্ষণ করেন সাফিউর, পরে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে গত ছয় মাস ধরে একাধিকবার ধর্ষণ করেন। প্রতিকার চেয়ে থানায় মামলা করতে না পেরে হতাশ হয়ে ওই নারী সদস্য আত্মহত্যারও চেষ্টা চালিয়েছেন।
ভুক্তভোগীর দাবি, আশুলিয়া থেকে এ থানায় যোগদানের পর থেকেই সাফিউর তার সঙ্গে পরিচিত হন। গত রমজানের পর ঈদের রাতে তিনি একা থাকাকালে জোর করে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। এরপর নিয়মিত ভয় দেখিয়ে তাকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করা হয়। একাধিকবার বিয়ের প্রলোভনও দেন অভিযুক্ত কনস্টেবল। কিন্তু বিয়ের কথা বললেই শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।
তিনি জানান, বিষয়টি থানার সেকেন্ড অফিসার ও ওসি তদন্তকে জানালেও তারা উল্টো অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেন। মামলা করার জন্য লিখিত অভিযোগ নিয়েও থানায় গেলে ওসি তা নিতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, বিষয়টি গোপন রাখতে ওসি থানার মুন্সীর মাধ্যমে ভুক্তভোগীকে টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন।
পরবর্তীতে জেলা পুলিশ লাইনে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই সংযুক্ত করা হয়। এসপি অফিসে ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দিলেও সাফিউর সেখানে অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন, তিনি ওই নারী সদস্যকে চেনেন না। তবে ভুক্তভোগীর কাছে নির্যাতনের প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও ছিল বলে জানা গেছে। এ সময় আরেক নারী কনস্টেবলকে হাজির করে অভিযুক্ত দাবি করেন, তারা এক বছর আগে বিয়ে করেছেন, যদিও পুলিশে বিয়ে করতে হলে অনুমতির নিয়ম রয়েছে, যা তারা দেখাতে পারেননি।
অভিযুক্ত কনস্টেবল সাফিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন এবং পরে ফোন বন্ধ রাখেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তার কাছে কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি এসপি দেখছেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী সুশৃঙ্খল। ব্যারাকে এমন ঘটনা ঘটার সুযোগ নেই। বিষয়টি তদন্তাধীন। প্রেমঘটিত নাকি অন্য কোনো কারণে অভিযোগ আনা হয়েছে সব দিক যাচাই করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: মানবজমিন