তিস্তা নদীতে পানি বৃদ্ধি, বিপৎসীমা অতিক্রম

কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। রোববার (৩ আগস্ট) বিকেল তিনটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমা (৫২.১৫ সেন্টিমিটার) থেকে ৫ সেন্টিমিটার ওপরে।
এর আগে সকালে ৬টায় পানিপ্রবাহ ছিল ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, অর্থাৎ মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কিন্তু দুপুরের পর থেকে দ্রুত পানির উচ্চতা বাড়তে থাকে।
ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক কর্মকর্তা নূরুল ইসলাম জানান, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানায়, তিস্তা নদীর তীরবর্তী এলাকা—বিশেষ করে রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে। নদীপারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানে পানি বাড়লে ভাটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ব্যারাজের জলকপাট খোলায় ইতোমধ্যে নদীর আশপাশের অনেক এলাকা প্লাবিত হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।