জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বগুড়ায় প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রথমবারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মোহাম্মদ আলী হাসপাতাল মোড় ঘুরে পুনরায় খোকন পার্কে এসে শেষ হয় এই ব্যতিক্রমী আয়োজন।
ম্যারাথনে বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিশু, কিশোর, নারী, বয়স্কসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই প্রতীকী দৌড়ে অংশ নেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরা।
আয়োজনটি জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় সম্পন্ন হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ক্রীড়াবিদরা।
জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী জুনায়েদ হোসেন বলেন, “এমন আয়োজন আমাদের আন্দোলনের চেতনা স্মরণে রাখতে সহায়ক। প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখা উচিত।”
বগুড়া ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাকিব খান বলেন, “এই ম্যারাথন নতুন প্রজন্মকে স্বাস্থ্য সচেতনতা ও ইতিবাচক মনোভাব গঠনে ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন হওয়া উচিত।”
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “আন্দোলনের শহিদদের স্মরণে এই আয়োজন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে। নতুন প্রজন্ম যেন আন্দোলনের প্রকৃত ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের স্মরণে এবারই প্রথমবার সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।