গণঅভ্যুত্থানের এক বছর: নতুন বাংলাদেশ কত দূর?
গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশ কোথায়দাঁড়িয়ে? এই প্রশ্নের মূল্যায়ন করতে যেসব প্রশ্ন আসছে, সেগুলোর জবাব পাওয়া আসলে কঠিন। যে সংস্কারের প্রত্যাশা ছিল, গণতন্ত্রে উত্তরণের যেপ্রতিশ্রুতি ছিল, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার যে অঙ্গীকারছিল, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বন্ধের যে কথা বলাহয়েছিল, সরকারি সেবা জনগণের জন্য সহজলভ্য করার যেআকাঙ্ক্ষা ছিল, সেগুলোর অগ্রগতির দাবি করা যাচ্ছে কি?