শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৪১, ১৯ জুলাই ২০২৫

রংপুরে গ্যাস পাম্পে বিস্ফোরণে নিহত ১, আহত ১২

রংপুরে গ্যাস পাম্পে বিস্ফোরণে নিহত ১, আহত ১২
ছবি: সংগৃহীত

রংপুরে একটি ফিলিং স্টেশনে সংস্কার কাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটিতে কয়েক দিন ধরে সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুত রাখার ট্যাংকের পরীক্ষা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো পাম্পটি উড়ে যায় এবং আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। আশপাশে থাকা বেশ কয়েকটি বাড়িঘর, দোকান ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত বিষয়: