এসএসসিতে মেয়েদের মধ্যে দেশ সেরা দৃষ্টি চিকিৎসক হতে চায়

বগুড়ার শিবগঞ্জের স্বর্ণালী আক্তার দৃষ্টি এবারের এসএসসি পরীক্ষায় ১,৩০০ নম্বরের মধ্যে পেয়েছেন ১,২৮৩ নম্বর। রাজশাহী শিক্ষা বোর্ডে সর্বোচ্চ এবং সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ নম্বরধারী এই শিক্ষার্থী বাংলাদেশের নারী শিক্ষার্থীদের মধ্যে হয়েছেন প্রথম।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার শিক্ষার্থী দৃষ্টি ছোটবেলা থেকেই মেধাবী। তার এমন অসাধারণ ফলাফলে স্কুলে, পরিবারে ও এলাকায় আনন্দের ছোঁয়া। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান দৃষ্টি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
দৃষ্টির বাড়ি শিবগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষীকোলার চক গোপালপাড়ায়। বাবা দেলোয়ার হোসেন পেশায় কাঁচামাল ব্যবসায়ী, মা রাবেয়া সুলতানা গৃহিণী। আর্থিক অস্বচ্ছলতা থাকলেও মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল পরিবারের।
দৃষ্টির মা জানান, ছোটবেলা থেকেই সব ক্লাসে প্রথম হতো দৃষ্টি। প্রতিদিন ভোর ৫টায় উঠে স্কুলে যেত, ফিরতো দুপুরে। গাইড বই না পড়ে নিয়মিত বোর্ড বই ও রিভিশনের উপর জোর দিয়েই প্রস্তুতি নিয়েছিল সে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী বলেন, ‘স্বর্ণালী আক্তার দৃষ্টি বোর্ডে সেরা হওয়ায় আমরা গর্বিত। আমাদের প্রতিষ্ঠানের জন্য এটি বড় প্রাপ্তি।’
দৃষ্টির বাবা বলেন, ‘অর্থের অভাবে মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন ব্যাহত হতে পারে। যদি সরকারি সহায়তা পাই, তবে মেয়ের ভবিষ্যৎ গড়াটা সহজ হবে।’