মোহাম্মদপুরে এক ঘণ্টায় দুই খুন

ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় গুলিতে নিহত হন ইব্রাহিম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মামুর জামে মসজিদের সামনে একটি সালিশ চলাকালে মোটরসাইকেলে আসা তিনজন ব্যক্তি ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম প্রাইভেট কার চালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই হামলাকারী সজীব (৩০) ও রুবেল (৩৫) কে একটি পিস্তল ও মোটরসাইকেলসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এর এক ঘণ্টা পর রাত ৯টার দিকে চাঁদ উদ্যান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আল আমিন (২৭) নামে এক যুবককে। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং কিছুদিন আগে কিশোর গ্যাং লিডার মোশারফের ছোট ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দেন। এর প্রতিশোধে মোশারফ, গিট্টুসহ একাধিক কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।