শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৪:১৩, ১৩ জুলাই ২০২৫

বনানীর সড়ক অবরোধ করেন সিএনজি চালকরা

বনানীর সড়ক অবরোধ করেন সিএনজি চালকরা
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে রুট নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএর সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালীগামী সড়কে যান চলাচলে তীব্র সংকট দেখা দেয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া চালকেরা জানান, দীর্ঘদিন ধরে রুট নির্ধারণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

অনেক চালককে এ সময় কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা যায়। তারা জানান, অ্যাম্বুল্যান্স ও এয়ারপোর্টগামী গাড়িগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে, তবে অন্য কোনো যানবাহনকে যেতে দেওয়া হচ্ছে না।

চালকেরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তারা আরও বলেন, এর আগেও একাধিকবার বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হলেও কোনো সমাধান আসেনি।
 

সম্পর্কিত বিষয়: