মিরপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা, অস্ত্রসহ আটক ৩

ঢাকার মিরপুরের কালশী কবরস্থান লেন-১ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এবং পল্লবী থানা পুলিশের যৌথ অভিযানে এ সফলতা আসে।
দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আটক হন- শাহিনুর বেগম (৩২), মো. রবিউল শেখ (৩৫) ও মানিক (১৬)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা, একটি দেশীয় চাপাতি এবং একটি মোবাইল ফোন।
অভিযানের সময় পাওয়া তথ্যে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসা, অবৈধ লেনদেন ও আচরণবিধি লঙ্ঘনের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
অভিযান শেষে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়, এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ জানায়, আইনের শাসন রক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে যৌথবাহিনীর অভিযান পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।