‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি, সাড়া মেলেনি’

ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ, তবে এখন পর্যন্ত সে চিঠির কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (০৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, তবে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশ বিষয়টি নিয়ে অপেক্ষায় আছে।"
তৌহিদ হোসেন আরও বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। "কেউ আসুক বা না আসুক, বিচার তো থেমে থাকে না,"— বলেন তিনি।
আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সরকার প্রয়োজন মনে করলে তা বিবেচনা করতে পারে। তবে এই মুহূর্তে আমরা এর প্রয়োজন দেখছি না।"
পুশইন নিয়ে ভারতকে বাংলাদেশি আপত্তি
ভারতের ‘পুশইন’ (জোরপূর্বক বাংলাদেশি নাগরিকদের সীমান্তে ঠেলে দেওয়া) বিষয়ে তৌহিদ হোসেন বলেন, "পুশইন নিয়ে কোনো আনুষ্ঠানিক নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করলে, ভারত তাকে আটক করে আমাদের জানাবে, আমরা নাগরিকত্ব যাচাই করে ফেরত নেব। এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পুশইন হচ্ছে এই প্রক্রিয়ার ব্যত্যয়।"
তিনি বলেন, "ভারতকে বলেছি, তারা যে তালিকা দিয়েছে, আমরা সেটি যাচাই করে লোক ফেরত নিয়েছি। ফলে সেই পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপরও পুশইনের মতো ঘটনা ঘটছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছি।"
কূটনৈতিক পথেই সমাধানের আশা
‘এখন বাংলাদেশের করণীয় কী?’— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, "একটি বিষয় স্পষ্ট—এ নিয়ে তো যুদ্ধ হবে না! তাহলে যে পথ খোলা থাকে, তা হলো কূটনৈতিক আলোচনা। আমরা সেটিই করে যাচ্ছি। এখনো সফলতা আসেনি, তবে আমরা আশাবাদী।"