বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

প্রকাশিত: ১৩:৩৬, ৫ আগস্ট ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এসব স্মারক উপকরণ উন্মোচন করেন তিনি।

ডাক বিভাগ ও তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে জুলাই মাসের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাপ্রবাহকে স্মরণীয় করে রাখতে ডাকটিকিট প্রকাশ করা হয়। স্মারকগুলোতে ২০২৫ সালের ৭ জুলাইয়ের গণ-আন্দোলনের চিত্র, প্রতীক এবং প্রতিরোধের বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই স্মারকগুলো শুধু ডাক বিভাগের নিছক প্রকাশনা নয়—এগুলো আমাদের গণতন্ত্র ও জনগণের ঐক্যবদ্ধ চেতনার প্রতীক।’

সর্বশেষ