’জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ঘিরে ১৬ বিশেষ ট্রেনে ঢাকায় আসবে মানুষ

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’। সদ্য ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সব পক্ষের প্রতিনিধিত্বে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
রোববার (৩ আগস্ট) সরকারের পক্ষ থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করেছে।
বিশেষ ট্রেনে ঢাকায় আসবেন সারা দেশের মানুষ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ৮ জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় এসে সমাবেশে যোগ দেবেন এবং একই দিনে ফিরে যাবেন।
বিশেষ ট্রেনগুলোর সময়সূচি এক নজরে:
রুট | ঢাকায় আগমন | ঢাকা থেকে প্রস্থান |
---|---|---|
চট্টগ্রাম | সকাল ৭:১৫ → ১:১৫ | সন্ধ্যা ৭:০০ → রাত ১:০০ |
জয়দেবপুর | দুপুর ১২:৩০ → ১:৩০ | রাত ৮:১৫ → ৯:১৫ |
নারায়ণগঞ্জ | সকাল ১০:২৫ → ১১:১৫ | সন্ধ্যা ৭:৩৫ → ৮:২৫ |
নরসিংদী | বেলা ১১:৩০ → ১২:৪০ | রাত ৮:০০ → ৯:১০ |
সিলেট | ভোর ৫:৪৫ → ১:১৫ | রাত ৯:০০ → পরদিন ভোর ৪:৩০ |
রাজশাহী | সকাল ৭:২০ → ১২:৩০ | রাত ১০:৪৫ → পরদিন ভোর ৪:০০ |
রংপুর | (৪ আগস্ট) রাত ১১:৩০ → ৫ আগস্ট সকাল ৮:৫০ | রাত ৮:০০ → পরদিন ভোর ৫:০০ |
ভাঙ্গা | বেলা ১১:৩০ → ১:০০ | সন্ধ্যা ৭:০০ → রাত ৮:৩০ |
সরকারি সূত্রে জানানো হয়, আগ্রহী যাত্রীদের যথাসময়ে নির্ধারিত স্টেশনে উপস্থিত থাকতে হবে, যাতে যাত্রা নির্বিঘ্ন হয়।