১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

“১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”— অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে এক লাইনের একটি স্ট্যাটাস দেন তিনি:
“১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে।”
এর কিছুক্ষণ পর ওই পোস্টটি সম্পাদনা করে তিনি লেখেন—
“১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”
পুরনো পোস্ট শেয়ার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য
এছাড়া একই দিন দুপুরে তিনি তার গত বছরের ২ আগস্টের একটি ফেসবুক পোস্ট শেয়ার দেন, যেখানে লেখা ছিল:
“যখন সবাই এক দফা দিয়ে হাসিনাকে পতনের কথা বলছিল, ২ তারিখ রাতে সমন্বয়কদের চাপের মুখে এক দফা দিতে বলা হচ্ছিল, তখন আমরা অসহযোগের কথা বলছিলাম। অনেকের সমালোচনার মুখেও অসহযোগ আন্দোলনকে কর্মসূচি বানানো হইসিল।”
পুনরায় শেয়ারকৃত ওই পোস্টে তিনি আরও যোগ করেন:
“অসহযোগ হয়ে সকল পক্ষ থেকে জুলাইয়ের শক্তি আর ফ্যাসিবাদী শক্তি আলাদা হয়ে গেলে আজকের অনেক সঙ্কট দেখতে হতো না।”
পটভূমি: ১/১১ কী?
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি (১/১১) দেশে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়। ওই দিন বিকেলে রাষ্ট্রক্ষমতা নেয় সেনাসমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ।
দুই বছর মেয়াদি সেই সরকারকালে রাজনৈতিক দলগুলোর ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগ, বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও নেতাদের গ্রেফতারসহ নানা বিতর্ক তৈরি হয়েছিল।
মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা
মাহফুজ আলমের পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে— দেশে কি কোনো নতুন রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে যাচ্ছে? যদিও তিনি নিজে তেমন কিছু খোলাসা করেননি, তবে পোস্টে স্পষ্টতই জুলাই আন্দোলনের পক্ষ ও সরকারের অবস্থানকে রক্ষার বার্তা রয়েছে।