মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৪ আগস্ট ২০২৫

পরিবর্তন চায় জনগণ, এবার বাস্তবায়নের সময়: তারেক রহমান

পরিবর্তন চায় জনগণ, এবার বাস্তবায়নের সময়: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ এখন আর কেবল স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে বিএনপির আগামীদিনের রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে। এজন্য প্রয়োজন জনগণের সর্বাত্মক সমর্থন ও রায়। কারণ বিএনপি মনে করে, জনগণই দলের সব রাজনৈতিক শক্তির উৎস।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ ও সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, বরং বন্যা ও খরার মতো দুর্যোগ থেকেও দেশকে রক্ষা করবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে। কত নির্যাতন-অত্যাচারের শিকার হয়েছে তা শহীদ পরিবারগুলোকে দেখলেই স্পষ্ট বোঝা যায়। শুধু জুলাই-আগস্ট নয়, বিগত ১৫ বছর ধরেই বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকারের দাবিতে সংগ্রাম করে নির্যাতনের শিকার হয়েছে। তাদের সম্মান জানাতে হলে, তাদের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।

তারেক রহমান বলেন, এখন জনগণ পরিবর্তন চায়। মানুষ বারবার কথা শুনতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সেই চাহিদা মাথায় রেখেই বিএনপি তার আগামীদিনের কর্মসূচি ও পরিকল্পনা সাজাচ্ছে। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতার পাশাপাশি প্রত্যেক নাগরিককে তার যোগ্যতা অনুযায়ী স্বাবলম্বী করে তোলা হবে। এ লক্ষ্যে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি খাত নিয়ে কাজ করছে।

তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধির অংশ হিসেবে হেলথকেয়ার খাতে নতুন নিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে শতকরা ৮০ শতাংশ নারী যুবক-যুবতীদের নিয়োগ দেওয়া হবে। এতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে এবং স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত কর্মী গড়ে তোলা সম্ভব হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে সেই কর্মসূচি আবার শুরু করা হবে। এটি মানুষের জীবন ও কৃষি ব্যবস্থায় বড় ভূমিকা রাখবে।

যুবদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের বিশ্বাস ধরে রাখুন। জনগণের আস্থা থাকলে তবেই আপনি প্রকৃত নেতা হতে পারেন। প্রশাসনিক শক্তি দিয়ে নেতৃত্ব প্রদর্শন করা যায়, কিন্তু জনসমর্থনই হচ্ছে নেতৃত্বের প্রকৃত ভিত্তি। যুবদলকে রাজপথে থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু ছাড়াও গুম-নির্যাতনের শিকার পরিবার ও মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন।

সম্পর্কিত বিষয়: