সচিবালয়ের সামনে বিক্ষোভ
শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে তারা প্রথমে তিন নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরে আন্দোলনকারীরা সচিবালয়ের অন্যান্য ফটকগুলোও বন্ধ করে দেন। একপর্যায়ে একটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা, সঙ্গে ঢুকে পড়ে পুলিশও। এরপর তাদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিছু সময় পর সচিবালয়ের আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়।
এইচএসসি পরীক্ষার্থীদের বড় একটি অংশ দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে তারা সচিবালয়ের দিকে রওনা দেয়।
বিক্ষোভে অংশ নেয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মিরপুর বাংলা কলেজ, কমার্স কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ও মিরপুর কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পরেও মঙ্গলবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে সময়মতো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গভীর রাতে স্থগিতের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলে। অনেকেই সেই ঘোষণা জানতে না পেরে সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিল।
সিটি কলেজের শিক্ষার্থী তানভীর বলেন, ‘গোপালগঞ্জে ছোট একটি ঘটনা ঘটলে পরীক্ষা স্থগিত হয়। অথচ মাইলস্টোনের ভয়াবহ দুর্ঘটনার পরেও বারবার বলা সত্ত্বেও তারা পদক্ষেপ নেয়নি। রাত তিনটায় যখন স্থগিত ঘোষণা আসে, তখন প্রায় সবাই ঘুমিয়ে। অনেকেই জানতেই পারেনি। এটা চরম দায়িত্বহীনতা ও অবহেলা। আমরা শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগ ছাড়া ঘরে ফিরব না।’
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের পরীক্ষার্থী মাহমুদুল হাসান আরেফিন বলেন, ‘প্রশ্নপত্রে ভুল, দায়িত্বে অবহেলার মতো নানা কারণে আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাইছি। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সব বোর্ডে এক প্রশ্নে পরীক্ষা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক তথ্য প্রকাশ করতে হবে।’
মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আর গোপালগঞ্জে সংঘাত-পরবর্তী কারফিউর কারণে ১৭ জুলাই ওই জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা স্থগিত করা হয়।
মাইলস্টোন দুর্ঘটনার কারণে মঙ্গলবারের পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণা আসে সোমবার গভীর রাতে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজের একটি অ্যাডমিন পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছেন।”