যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু
ঢাকার যাত্রাবাড়ীতে একটি বাসায় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন রিপন (৪০) ও তার স্ত্রী ইতি (৩০)। মারাত্মক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সাড়ে তিন বছরের মেয়ে রাফিয়া, যার অবস্থাও আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ইতি এবং বিকেল সাড়ে ৫টার দিকে রিপনের মৃত্যু হয়। আগুনে তাদের সবারই শ্বাসনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়।
দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে বুধবার রাত ১টার দিকে, শহীদ ফারুক সড়কের একটি ছয়তলা ভবনের নিচ তলার বাসায়। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনও স্পষ্ট নয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে লিক করে গ্যাস জমে থাকতে পারে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল ধরানোর সময় জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।
ওই বাসায় থাকা বাথরুমের ম্যানহোলের মুখ খোলা ছিল এবং সেখান থেকে গ্যাস জমে থাকতে পারে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনজনই একই পরিবারের সদস্য। নিহত রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়ায়।



























