শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রবিবার দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ৪-৫ জন শিক্ষার্থী। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদ্য সংবাদ/এমটি