জেনেভা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক মাদক-অস্ত্র উদ্ধার, আটক ২৯

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে এরইমধ্যে বিপুল সংখ্যক ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত ২৯ জন আটক করেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে এই অভিযান শুরু করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যক পেট্রোল বোমা, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে।