তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনে লাগবে গণভোট: আলী রীয়াজ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত হলে ভবিষ্যতে তা পরিবর্তন করতে গণভোট প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।