সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে কর্মবিরতি
খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীন পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সব উপজেলার পেশাজীবী সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়ার ইউনুসের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, হলাপ্রু মারমা, জয়ন্তী দেওয়ান প্রমুখ।