সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে কর্মবিরতি
খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীন পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সব উপজেলার পেশাজীবী সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়ার ইউনুসের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, হলাপ্রু মারমা, জয়ন্তী দেওয়ান প্রমুখ।
এসময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল বলেন, '২০১০ সালে শাপলা চত্বরে হামলার শিকার হয়েছিলাম, অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছ। গত বছরও আমরা হামলার শিকার হয়ে পাশের হোটেলে আশ্রয় নিয়েছিলাম। চলতি বছরেও একই ঘটনা ঘটল। কারা এই হামলা করে, কারা এদেরে সঙ্গে জড়িত, কারা সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে প্রশাসনও জানে, আমরাও জানি। কিন্তু দুঃখজনক বিষয় হলো অপরাধীদের এখনও আইনের আওতায় না আনার কারণেই তারা বার বার একই ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনে কাছে উদাত্ত আহ্বান জানায় অবিলম্বে এই সহিংসতার সঙ্গে জড়িত এবং উসকানি দিয়েছে তাদেরকে গ্রেফতার করবেন, যদি না করেন প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।'
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করে। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মো. নাজমুল হোসেন ইমন/এসএইচ



























