শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে  ১৪৪ ধারা। এর মধ্যে চলছে সড়ক অবরোধ। গতকাল রোববার গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি-বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এখন পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতদের লাশ গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। মরদেহগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং আজ সোমবার ময়নাতদন্ত হতে পারে।

এদিকে, সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল জোরদার করেছে। ধর্ষণ মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হলেও বাকি দুইজন এখনো পলাতক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলবে বলে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে।

২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে খাগড়াছড়ির বিভিন্নস্থানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। হামলা-পাল্টা হামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় প্রশাসন জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে।

সড়ক অবরোধের কারণে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজও খাগড়াছড়ির বিভিন্নস্থানে ব্যারিকেড বসিয়ে অবরোধ পালন করা হচ্ছে, যদিও অবরোধকারীদের প্রকাশ্যে দেখা যায়নি।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে।

সদ্য সংবাদ/এসএইচ