সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সকাল থেকেই ওই দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত গাড়ি।