জাতীয় নির্বাচনে ৯০০০০ সেনা মোতায়েন থাকবে: প্রেস সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রতিটি উপজেলায় একটি করে সেনাবাহিনীর কোম্পানি দায়িত্ব পাবে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় সারাদেশে মোট ৯২,৫০০ জন নিরাপত্তা সদস্য নিয়োজিত রাখা হবে যার মধ্যে সেনাবাহিনী থেকে প্রায় ৯০,০০০ এবং নৌবাহিনী থেকে ২,৫০০ জন মোতায়েন করা হবে। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এসব তথ্য জানায় সামরিক কর্তারা। সভাটি আয়োজনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।