শাপলা তুলতে গিয়ে চার স্কুলছাত্রীর মৃত্যু
মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফাতেমা (১৪), আফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। ফাতেমা ও আফিয়া আপন বোন, আলিয়া তাঁদের চাচাতো বোন এবং মিম প্রতিবেশী। চারজনের বাড়িই সদর উপজেলার রাজনগর গ্রামের মল্লিকপাড়ায়।