দিল্লিতে সন্ত্রাসী হামলার নিন্দা তালেবান সরকারের, দুঃখ প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দিল্লি বিস্ফোরণের নিন্দা জানিয়েছে। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দিল্লিস্থ লাল কেল্লায় বিস্ফোরণের নিন্দা জানাচ্ছে, যার ফলে বেসামরিক লোক প্রাণহানি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবার ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”