ব্যবস্থা নেওয়া হচ্ছে মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে
জুলাই-আগস্টের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হওয়া মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল জানিয়েছেন, ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে এবং এই ধরনের মামলা থেকে ১৩৬ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । জানা যায়, এসব মামলার একটি বড় অংশ ব্যক্তিগত আক্রোশ, মোটা অঙ্কের টাকা দাবি বা চাঁদা না পাওয়ায় করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংঠনের নেতাকর্মীদের পাশাপাশি অনেক নিরীহ মানুষ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদেরও আসামি করা হয়েছিল। এই মামলাবাণিজ্য নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।