সেন্টমার্টিন খুললেও জাহাজ না চালানোর ঘোষণা
প্রায় নয় মাস পর আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। শনিবার (১ নভেম্বর) থেকে দ্বীপে পর্যটক যাওয়া শুরু হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছে জাহাজ মালিকরা। এতে বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসু পর্যটকরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের ‘ডে ট্যুর’ অর্থাৎ দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের অনুমতি রয়েছে। এ সময় কোনো পর্যটক দ্বীপে রাত যাপন করতে পারবেন না।