ভারতের কারাগারে ১৩ জেলে, স্বজনদের আহাজারি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের ১৩ জন জেলে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেলহাজতে বন্দি রয়েছেন। গত ১২ সেপ্টেম্বর বিকেলে ফিশিং ট্রলার ‘এম.ভি. মায়ের দোয়া’ নিয়ে সাগরে রওনা দেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা এবং পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুরের ১৩ জন জেলে। মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলার কিছুক্ষণ পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন তারা। একপর্যায়ে স্রোতের টানে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায় ভারতের জলসীমায়।