নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০০
রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের বাড়িতে হামলা ও কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে এই মামলাটি করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা। শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।