রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:১১, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলার মাজারে সহিংসতার ঘটনায় আরও চারজন গ্রেফতার

নুরাল পাগলার মাজারে সহিংসতার ঘটনায় আরও চারজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর নুরাল পাগলার মাজারে সহিংসতার ঘটনায় আরো ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. জীবন সরদার (২০), আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), সাইফুল ইসলাম শুভ (১৯) মো. নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম আমার দেশকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের হামলার সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।‘

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) একই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

সর্বশেষ