নতুন ঝড়ের কবলে ব্যাচেলরদের সংসার
আলোচনার কেন্দ্রে আবারও সেই চেনা ফ্ল্যাট, সেই চেনা চরিত্ররা। বন্ধুত্ব, আড্ডা আর ব্যাচেলর জীবনের চেনা গল্পে এবার যুক্ত হচ্ছে আরও জমজমাট পর্ব—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে একসঙ্গে আসছে ৯ থেকে ১৬ নম্বর পর্ব।