নাইজেরিয়ার ভয়াবহ হামলায় ৯ জন নিহত, শতাধিক অপহৃত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুক্রবারের এই ঘটনার খবর দিয়েছে।