পিআর পদ্ধতি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল ইসলাম
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীকসংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু মিলনায়তনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।