শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

তারেক রহমান

তারেক রহমান

স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ একটি অবিস্মরণীয় নাম: তারেক রহমান

স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ একটি অবিস্মরণীয় নাম: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনপ্রতিষ্ঠার বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, `শহীদ জেহাদ দিবসে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।`

‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই’

‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয় এবং সেই কারণে বাংলাদেশের জনগণের বিরাগভাজন হয়, তবে সেটি তাদের নিজের সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, `বাংলাদেশের মানুষ ঠিক করেছে, তারা ভারতের সঙ্গে শীতল থাকবে। আমাকেও আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।` বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং এক-এগারোর সময়কার সরকারের প্রসঙ্গ নিয়ে কথা বলেন।