শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৮, ২২ অক্টোবর ২০২৫

তারেক রহমানকে কোনো শক্তি প্রতিহত করতে পারবে না: প্রিন্স

তারেক রহমানকে কোনো শক্তি প্রতিহত করতে পারবে না: প্রিন্স
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অপ্রতিরোধ্য এবং কোনো শক্তি তাকে প্রতিহত করতে পারবে না। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিলডোরা ইউনিয়নের মোজাকান্দা গ্রামে ও বিকেলে আতুয়াজঙ্গল গ্রামে বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান শুধু বাংলাদেশের নেতাই হবেন না, উপমহাদেশে নতুন বিচক্ষণ নেতৃত্ব হিসেবে খুঁজে পাওয়া যাবে। যে কারণে দেশি-বিদেশি চক্র তারেক রহমানকে ঠেকানোর জন্য অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদী ফ্যাসিবাদ অবসান ঘটেছে। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে যে চক্রান্তই হোক, তা জনগণকে সঙ্গে নিয়ে সর্ব শক্তি দিয়ে নস্যাৎ করা হবে।’

মহাসচিবের বক্তব্যে বিএনপির পরিকল্পনাও তুলে ধরা হয়।  তিনি জানান, ‘তারা নির্বাচনে জিতলে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। প্রান্তিক কৃষক, বেকার, নারী, যুবক, ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী ও শিল্পপতিসহ সকল শ্রেণি-পেশার মানুষ উন্নত জীবন পাবেন।’

প্রিন্স ধর্মনিরপেক্ষ রাজনীতির ওপর গুরুত্ব দেন এবং বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন বা পদক্ষেপ নেওয়া হবে না। আমরা ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ইসলামের নামে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড প্রতিহত করব।’
 

সর্বশেষ