দেশের পরিচালকরা আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি
তবে দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকা সহজ নয়—এ কথাও তিনি অকপটে স্বীকার করেন। জয়া বলেন, ‘যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির ছিলাম, তারা আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। বাংলাদেশে সমস্যা হলো, অনেক সময় পরিচালক নিজে না হয় স্ত্রী, না হয় বান্ধবীকে প্রাধান্য দেন। এটা আমার পক্ষে সম্ভব নয়; তাই আমি এসবের সঙ্গে জড়াইনি। এতটা নিবেদিত থাকার পরও এসব কারণে আমি কর্নারড হয়েছি, যা কলকাতায় হয়নি। বাইরে থেকে আসার পরও ওরা আমাকে মূল্যায়ন করেছে, ভালো চরিত্র দিয়েছে, আমার জন্য গল্প বানিয়েছে।’