‘আমার কৃত্রিম হাতটা ওরা ভেঙে ফেলেছে’
জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের এক আন্দোলনকারী আতিকুল ইসলাম। এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যদের ওপর হামলার অভিযোগ করে আতিকুল জানান, পুলিশের লাঠিপেটা ও ধাওয়া–পাল্টা ধাওয়ার সময় তার কৃত্রিম হাতও ভেঙে গেছে। তিনি বলেন, `আমার একটা হাত নেই, আর সেই আর্টিফিশিয়াল হাতটাও বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে। আমার কাছে কি পর্যাপ্ত টাকা আছে আবার নতুন হাত কিনে নেব? এটা কি কোনো রাষ্ট্রের কার্যক্রম হতে পারে? এক হাত না থাকা সত্ত্বেও সেটাও ভেঙে দেওয়া হচ্ছে।`