খালেদা জিয়ার নামে মামলা করা আ.লীগ নেতা ‘জুলাইযোদ্ধা’ তালিকায়!
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মানহানি মামলা করা আওয়ামী লীগ নেতা শেখ আশিক বিল্লাহ এখন আলোচনায়। সম্প্রতি প্রকাশিত জুলাই যোদ্ধা আহতদের তালিকায় তার নামও অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়াইলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
শেখ আশিক বিল্লাহ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তিনি নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
সরকার জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নিহত ও আহতদের সহায়তা ও সরকারি স্বীকৃতির আওতায় আনতে একটি জাতীয় তালিকা প্রস্তুত করছে। এর অংশ হিসেবে নড়াইল জেলায় দুজন নিহত ও ২৭ জন আহত ব্যক্তির নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় আশিক বিল্লাহর নামও রয়েছে, যার গেজেট নম্বর ৩৩৬৯১।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইলের একটি আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে মানহানি মামলা দায়ের করেন শেখ আশিক বিল্লাহ। একই দিন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধেও আরেকটি মানহানি মামলা করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর কালিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ফেসবুকে লিখেছেন, 'সঠিক তদন্ত পূর্বক পুনরায় তালিকা প্রকাশের দাবিসহ এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
স্থানীয়দের একাংশ বলছেন, 'একসময় ফ্যাসিস্ট সরকারগুলো ইতিহাস বিকৃত করতে মিথ্যার আশ্রয় নিত। এখনো কিছু ব্যক্তি নিজের স্বার্থে সেই একই পথ অনুসরণ করছে।'
এ বিষয়ে জানতে চাইলে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, 'জুলাই যোদ্ধা হিসেবে আহতদের তালিকায় তার নাম কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, তা আমার জানা নেই।'
অভিযুক্ত শেখ আশিক বিল্লাহ অবশ্য দাবি করেছেন, তিনি একজন প্রকৃত ‘জুলাইযোদ্ধা’। তার ভাষায়, '১৯ জুলাই ঢাকার মহাম্মদপুর এলাকায় আন্দোলনের সময় আমি আহত হই। আমার চিকিৎসা সনদ ও অন্যান্য নথির ভিত্তিতেই সরকার আমাকে প্রকৃত আহত জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।'
সদ্য সংবাদ/এমটি



























