শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জাহাঙ্গীর আলম চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরী

সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে—এমন খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে যা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব।” আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তাঁদের লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রয়েছে, তা নিয়ে সরকার কোনো শঙ্কায় নেই।”

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী:  স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে নির্বাচন-কেন্দ্রিক, ব্যাপক নিরাপত্তা এবং সমন্বয় পরিকল্পনা ইতোমধ্যেই কার্যকর করছে।’ সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে মোট ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য- পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপি সদস্য নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন।