বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী: অধ্যাপক সুলতানা আক্তার

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী: অধ্যাপক সুলতানা আক্তার

জাকসু নির্বাচনে ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। শুক্রবার বিকেলে সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি কাগজভিত্তিক গণনা না করে আগেই কাউন্ট করে রেজাল্ট দেওয়া যেত, তাহলে তার সহকর্মীর এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হতো না। নির্বাচন কমিশনের অব্যবস্থাপনায় তাঁর সহকর্মীর মৃত্যু হয়েছে—এই মৃত্যুর বিচারের দাবি জানান তিনি এবং প্রশাসনকে দায়ী করেন। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও অনুরোধ করেন তিনি।