চট্টগ্রামে মেগা প্রকল্পের পরও জলাবদ্ধতার দুর্ভোগ
চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও পানি উন্নয়ন বোর্ডের চারটি প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হয়। ২০২২ সালের মধ্যে সব প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৬০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কাজ এগোলেও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং জনসচেতনতার ঘাটতিতে জলাবদ্ধতা থেকে নগরবাসীর স্থায়ী মুক্তি মিলছে না।