বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারী বৃষ্টিপাত, ঢাকার জনজীবনে ভোগান্তি

ভারী বৃষ্টিপাত, ঢাকার জনজীবনে ভোগান্তি
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। 

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃষ্টি  শুরু হলেও সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। এতে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ প্রধান ও অলিগলির রাস্তা।

সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট এবং জিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, 'শুধু ঢাকা নয়, দেশের সর্বত্রই বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ এই বৃষ্টির কারণ। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আরও বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে।' 

সর্বশেষ