রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা

নির্বাচন কোনো বিশেষ দলের জন্য থেমে থাকবে না: শামসুজ্জামান দুদু

নির্বাচন কোনো বিশেষ দলের জন্য থেমে থাকবে না: শামসুজ্জামান দুদু

কোনো বিশেষ দলের জন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর কোনো দলের জন্য থেমে ছিল না, ঠিক তেমনি নির্বাচনও থেমে থাকবে না। রবিবার (১৯ অক্টোবর) চুয়াডাঙ্গার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সামনে এসব বলেন তিনি। শামসুজ্জামান দুদু জানান, ‘নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনও করছে। আমরাও যৌক্তিক দাবির পক্ষে। তবে যারা দাবি তুলছেন, তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কি না।’