চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত দুই ভাইয়ের নাম আনোয়ার হোসেন (৬০) ও আমির হামজা (৪৫)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে আনোয়ার ও আমির হামজা উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজের কাছে তাদের কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে দুই ভাইকে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আনোয়ার হোসেন এবং পরে আমির হামজা মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, 'একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।'
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।'