চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ মৃত্যুর সাত দিন পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত।
মঙ্গলবার (৯ জুলাই) রাত পৌনে ৯টায় দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ।
বৈঠকে অংশ নেন ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট। এরপর ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ নিহতের মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৩ জুলাই দুপুরে ইবরাহিম বাবু সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত ইবরাহিম বাবু ঝাঁঝাডাঙা গ্রামের নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।