রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

গ্রেটা থুনবার্গ

গ্রেটা থুনবার্গ

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে।

গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করার অভিযোগ

গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করার অভিযোগ

গাজায় ত্রাণবাহী নৌবহর `গ্লোবাল সুমুদ ফ্লোটিলা`-তে যোগ দেয়া আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নেতা গ্রেটা থুনবার্গকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা । প্রতিবেদনে বলা হয়, গাজামুখী ত্রাণবহরটির নেতৃত্বে থাকা থুনবার্গসহ বহু আন্তর্জাতিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও আছেন বলে তুর্কি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গাজামুখী ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল

গাজামুখী ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত ৩৯টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌযানের যাত্রীদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও। সংগঠকদের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একটি নৌযান এখনো গাজার পথে রয়ে গেছে। রয়টার্স যাচাইকৃত একটি সরাসরি সম্প্রচারে দেখা যায়, গভীর রাতে হেলমেট ও নাইট ভিশন গগলস পরে ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে প্রবেশ করছে। এ সময় যাত্রীরা লাইফ জ্যাকেট পরে হাত উঁচু করে বসে ছিলেন। অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আরেকটি ভিডিওতে থুনবার্গকে ঘিরে রেখেছে সেনারা।