ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি এবি পার্টির

বাংলাদেশ ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়ে জাতিসংঘের বাংলাদেশস্থ দপ্তরে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান।
এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।
স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর সংগঠনটির বিরুদ্ধে আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন হয়ে উঠেছে। দেশে নারী নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের ‘গেস্টরুম সংস্কৃতি’, সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন এবং রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ‘প্যারা-মিলিশিয়া’ ভূমিকায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রলীগ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের মুখে রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনীয় বলে দাবি করেছে এবি পার্টি। এ অবস্থায়, দেশে বা বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা যেন মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেও নিরাপদে থাকতে না পারে, সে জন্যই এই স্বীকৃতি চাওয়া হয়েছে।
জাতিসংঘের প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে যেহেতু এমন সিদ্ধান্ত কার্যকর করতে সদস্য দেশগুলোর সম্মিলিত ভূমিকা দরকার, সে বিষয়টিও বিবেচনায় নিতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব ও অর্থ সম্পাদক জাওয়াদ হামিম।